এফআরসির অটোমেশন কর্মসূচি দ্রুত বাস্তবায়ন চান অর্থ উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর অটোমেশন কর্মসূচি অনুমোদন ও বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে সংস্থাকে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গতকাল রোববার বাংলাদেশের অর্থনীতিতে এফআরসি এর ভূমিকা বিষয়ে এক সেমিনারে এ নির্দেশনা দিয়েছেন বলে পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এফআরসির ওয়েবসাইটে বলা হয়, সংস্থার লক্ষ্য হল আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষার মান উন্নয়নে মাধ্যমে স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক প্রতিবেদন নিশ্চিত করা। নির্ভরযোগ্য আর্থিক তথ্য সরবরাহের মাধ্যমে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্পোরেট গভর্ন্যান্স’ উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও নৈতিকতা বৃদ্ধি। দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়তা করা। আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা বাস্তবায়নে সরকার ও অন্যান্য সংস্থাকে সহায়তা এবং নিরীক্ষা পেশার মানোন্নয়নের মাধ্যমৈ নিরীক্ষকদের পেশাগত দক্ষতা ও নৈতিক মান নিশ্চিত করা। বিজ্ঞপ্তি বলা হয়, এদিন অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টোর সভাপতিত্বে এক সেমিনারে এফআরসি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বাংলাদেশের অর্থনীতিতে এফআরসির ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় অর্থ উপদেষ্টা বাংলাদেশের হিসাব, নিরীক্ষা ও সর্বোপরি আর্থিক শৃঙ্খলা আনয়নে এফআরসির কয়েকটি কর্মপরিকল্পনা বাস্তবায়নে ‘দ্রুত পদক্ষেপ’ গ্রহণের জন্য অর্থ বিভাগ ও এফআরসিকে নির্দেশনা দেন। এসবের মধ্যে রয়েছে- ৫৭ জন কর্মকর্তা/কর্মচারী এর নিয়োগ দ্রুত সম্পন্নকরণ; এফআরসির চারটি বিধিমালা জারিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; এফআরসির আটোমেশনের জন্য কর্মসূচি অনুমোদন ও বাস্তবায়ন; আর্ন্তজাতিক মানদ- নির্ধারণী প্রতিষ্ঠান-যেমন আইএফআরএস ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ একাউন্টস (আইএফএসি), এক্সবিআরএল ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন, এশিয়ান ওশান স্ট্যান্ডার্ড-সেটার্স গ্রুপ, ইন্টারন্যাশনাল ফোরাম অব অ্যাকাউন্টিং স্টান্ডার্ড-সেটার্স, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের মতো প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ, নবায়ন ও পরবর্তীতে এর প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান। এছাড়াও রয়েছে আর্ন্তজাতিক সংস্থাসমূহের সঙ্গে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সভা আয়োজন ও সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত সহায়তা প্রদান। অর্থ উপদেষ্টা এফআরসি চেয়ারম্যান কর্তৃক পাবলিক বিশ^বিদ্যালয়ের আর্থিক প্রতিবেদন প্রণয়ন ও নিরীক্ষা সংক্রান্ত নেওয়া পদক্ষেপসমূহের প্রশংসা করেন। সেমিনারে অর্থ সচিবসহ অর্থ বিভাগ ও এফআরসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



