জাতীয় সংবাদ

আপনার ‘বোন’কে আগে বাংলাদেশে পাঠান মোদিকে ওয়াইসি

প্রবাহ রিপোর্ট : ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওয়াইসি বলেন, দিল্লিতে মোদির যে বোন বসে আছেন, তাঁকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। তাঁর বক্তব্যে মহারাষ্ট্র সরকারের সমালোচনাও উঠে আসে। তিনি বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণকে বলা হচ্ছে, বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আরও একজনকে তাড়িয়ে দেওয়া হোক। মোদিজির বোন হিসেবে যিনি দিল্লিতে আছেন, তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।
এই বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে। ওয়াইসি উপস্থিত জনতাকে স্লোগান দেওয়ার আহ্বান জানালে তাঁরা সাড়া দেন। এরপর তিনি মোদিকে উদ্দেশ করে বলেন, এই আওয়াজ শুনুন, তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন এবং বাংলাদেশে পৌঁছে দিন।

এর আগেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন ওয়াইসি। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল বিহারে তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। ওই বক্তব্যের জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল এলাকায়, যেখানে তাঁর দল আগের নির্বাচনে ভালো ফল করেছিল।
ওয়াইসি তখন বলেন, মোদিজি দাবি করছেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বিহারে বা সীমাঞ্চল এলাকায় কোনো বাংলাদেশি নেই। বরং দিল্লিতে বাংলাদেশ থেকে আসা একজন বসে আছেন। তাঁকে সীমাঞ্চলে পাঠানো হলে সেখান থেকেই বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে।
ওয়াইসির এসব বক্তব্যে স্পষ্টভাবে শেখ হাসিনাকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button