জাতীয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রবাহ রিপোর্ট : সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ৭০ বিঘা জমি ও ৫ কাঠার একটি প্লট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ব্যবহৃত ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি, ছয়টি ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশ অনুযায়ী, খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে এবং জব্দ করা এসব সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ‘রিসিভার’ নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব ও সব ধরণের আর্থিক বিনিয়োগ অবরুদ্ধ থাকবে, যাতে তিনি কোনো অর্থ স্থানান্তর বা উত্তোলন করতে না পারেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এই আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, তিনি এই সম্পদগুলো গোপনে হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করতে এই সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধ করা জরুরি। উল্লেখ্য, গত বছরের ৮ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button