কিছু মিডিয়া অভ্যুত্থানের সামনের সারির ব্যক্তিদের চরিত্রহরণের চেষ্টা করছে: নাহিদ

প্রবাহ রিপোর্ট : কিছু মিডিয়া নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চরিত্রহরণ করছে এবং সদ্য জামিনে মুক্তি পাওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর ঘটনাও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহরণের চেষ্টা করছে। গত সোমবার গভীর রাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে তার টঙ্গীর বাসায় গিয়ে তিনি এ কথা বলেন। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টার মাথায় জামিন দেন আদালত। গত সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে সুরভীর জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। সুরভীর বিরুদ্ধে মামলার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, কয়েকটি মিডিয়া জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীর নামে সত্য-মিথ্যা যাচাই না করেই ঢালাওভাবে নেতিবাচক সংবাদ প্রচার করছে। ‘নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্য মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে। হাদির হত্যাকা-কে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।



