এবার ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বৃদ্ধকে গণপিটুনি বর্বর হিন্দুত্ববাদীদের

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের বিজেপি শাসিত রাজস্থান রাজ্যে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে ‘রোহিঙ্গা’ ও ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে এবং গোমাংস খাওয়ার অভিযোগ তুলে নৃশংসভাবে মারধর করেছে একদল হিন্দুত্ববাদী জঙ্গি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালাওয়ার জেলার আকলেরা শহরে। এই হামলার একটি বিচলিতকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধ অসহায় অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং ৮-১০ জন যুবক তাকে ঘিরে ধরেছে। তারা বারবার তার মাথায় ও শরীরে লাথি মারছে, লাঠি দিয়ে আঘাত করছে এবং চড়-থাপ্পড় দিচ্ছে। হামলাকারীরা তাকে গালিগালাজ করার পাশাপাশি তার জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলছে এবং গোমাংস খাওয়ার অভিযোগ আনছে। পুরো আক্রমণ চলাকালীন ওই বৃদ্ধকে ক্ষীণ স্বরে প্রাণভিক্ষা করতে দেখা যায়, তবে নিজেকে রক্ষা করার মতো শক্তি তার ছিল না। এই ঘটনায় ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে এবং মোদির শাসনামলে ভারতে ক্রমবর্ধমান গণপিটুনির ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সহ-সভাপতি অনিতা যাদব বলেন, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গণপিটুনির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। যাদব বলেন, “গণপিটুনির মূল কারণ জানা সত্ত্বেও মোদি সরকার বা রাজ্য সরকারগুলো কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটি এখন একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।”পূর্বের কিছু ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এই পশুরা একজন মানুষকে পশুর মতো হত্যা করছে।” আকলেরার এই ঘটনাটি শাসনব্যবস্থা এবং জবাবদিহিতার চরম ব্যর্থতাকেই প্রতিফলিত করে বলে তিনি মন্তব্য করেন। এদিকে, ভারতীয় জাতীয় কংগ্রেসের ছত্তিশগড় সেবা দল এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, “এটি জাতীয়তাবাদ নয়, এটি প্রকাশ্য সহিংসতা।” হিন্দুকে জামিন দিলেও দুই মুসলিমের আবেদন খারিজ, ভারতের সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিতর্ক ।



