টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

প্রবাহ রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত মো. হানিফ (২১) নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে আনা হয়। এর আগে গত সোমবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নিজ মালিকানাধীন চিংড়ি ঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন হানিফ। আহত হানিফ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকার ফললুল করিমের ছেলে। আহতের ভাই মো. ইমাম জানান, মাইন বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা হানিফকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মাইন বিস্ফোরণে ২১ বছর বয়সী হানিফ গুরুতর আহত হয়েছে। রাত ৯টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬নং ওয়ার্ডে ভর্তি করেছেন। তার দুই পায়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, এর আগে রোববার একই এলাকায় ৯ বছর বয়সী হুজাইফা সুলতানা নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।



