জাতীয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জামায়াতের গণসংযোগ সপ্তাহ

প্রবাহ রিপোর্ট : আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে মহানগর জামায়াতের উদ্যোগে ১৪ থেকে ২০ জানুয়ারি গণসংযোগ সপ্তাহ পালিত হবে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গণসংযোগ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার সড়ক, পাড়া-মহল্লা, মার্কেট ও জনসমাগমস্থলে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে। মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করতেই এই গণসংযোগ সপ্তাহের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সকল পর্যায়ের জনগণের কাছে পৌঁছানোর মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনসমর্থন আদায় করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button