জাতীয় সংবাদ

ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : ভারতে পালানোর সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার পুটিয়া নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯)। তারা দুই জনই বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। অপরজন শাহারিয়ার নাজিম জয় (১৯), তিনি কুমিল্লা সদর উপজেলার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বুড়িচং থানা সূত্র জানায়, গ্রেপ্তার তিন জন জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩) হত্যাকা-ের সঙ্গে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button