জাতীয় সংবাদ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলচনার জন্য (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধি দল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড়।
আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রনালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে বিসিবি। যা আমলে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি।
নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে খেলার আবেদনও জানিয়েছে বিসিবি। কয়েক দফা চেষ্টা করেও বিসিবির অনড় অবস্থান টলাতে পারেনি আইসিসি। এ বিষয়েই চূড়ান্ত আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছে আইসিসির এই প্রতিনিধি দল।
গতকালই বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়ে দিয়েছিলেন, নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না বিসিবি। বিপিএলের ম্যাচ দেখতে এসে মিঠু বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’
বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের সঙ্গে আইসিসি প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকেও পূর্বের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে খেলা—না খেলা এখন নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। তবে, বিসিবির প্রত্যাশা এই বৈঠকের ফল ইতিবাচকই হবে। দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button