এবারের নির্বাচন হবে ৯১ সালের মতো : নাহিদ

প্রবাহ রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ সালের নির্বাচনের মতো হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের মতো। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে কোনও ধরণের সংশয় দেখছি না। কারও পক্ষ থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনও পরিকল্পনা থাকলে প্রতিহত করা হবে। আমরা মনে করি, এবারের নির্বাচন ২০০৮ এর মতো নয়, ৯১ সালের মতো হবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করতে চাই, নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু, গতকাল আপনারা দেখেছেন একটি ছাত্র সংগঠনের নেতারা ইসির সামনর কি ধরণের পরিবেশ তৈরি করে তাদের ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে রায় আনতে বাধ্য করেছে। এমনটি চলতে থাকলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। আমাদের যেন আন্দোলনের মাঠে না যেতে হয।”ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, “আপনারা জানেন, নির্বাচন কমিশনের সঙ্গে আমাদেন টানাপোড়েন আগে থেকেই। আমাদের দলীয় প্রতীক নিয়ে কী ধরণের আচরণ করেছে সবই আপনারা জানেন। তারপরও দলীয় বিষয় হওয়ায় আমরা তা মেনে নিয়েছি।”



