আজ সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনি সভা শুরু

প্রবাহ রিপোর্ট : সিলেট থেকে আজ বৃহস্পতিবার নির্বাচনি সমাবেশ শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তিনি। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, গতকাল বুধবার রাত সোয়া ৮টায় বিমানে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। ২২ জানুয়ারি সকালে স্থানীয় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এদিন দুপুরে তিনি মৌলভীবাজার সদরের শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশ করবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনি সমাবেশ করবেন এবং বিকালে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। যাত্রাপথে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। এরপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে যোগদান করে গভীর রাতে ঢাকায় ফিরবেন। মাহদী আমিন জানান, এরইমধ্যে সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়েছে।



