জাতীয় সংবাদ

ধানের শীষ প্রতীক পেলেন ববি হাজ্জাজ, মামুনুল পেলেন রিকশা

প্রবাহ রিপোর্ট : ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলছুট ববি হাজ্জাজ পেয়েছেন ধানের শীষ প্রতীক। একই আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনি প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। আর মো. মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাশরুরুল হক। এদিকে, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে ক্ষমা চান ববি হাজ্জাজ। গতকাল বুধবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে ক্ষমা চান তিনি। অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে ববি হাজ্জাজ সবাইকে সালাম জানান। সবকিছু পরিষ্কারভাবে জানানো ও আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ঢাকা-১৩ ও ১৫ আসনের অন্যান্য প্রার্থীদেরও সাধুবাদ জানান। ববি হাজ্জাজ বলেন, ১৫ বছর পর আমরা গণতন্ত্র চর্চার একটি সুযোগ পাচ্ছি। আমার আসলে কোনও প্রশ্ন নেই। তবে যেহেতু আমার নাম কয়েকবার উচ্চারিত হয়েছে, সে জন্য ছোট্ট একটি বিষয় পরিষ্কার করতে চাই। তিনি বলেন, প্রথমত, আমার পক্ষ থেকে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা হয়নি। কেউ যদি মোহাম্মদপুর এলাকায় ধানের শীষের একটি পোস্টার আমার সঙ্গে দেখাতে পারেন, তাহলে আমরা আলোচনায় বসবো। দ্বিতীয়ত, কেউ যদি ভিডিও করে থাকেন, তাহলে সেই ভিডিও দেখাতে বলেন। আমি মোহাম্মদপুরে আসার পর থেকে এলাকাটির জন্য কাজ করছি। খাল পরিষ্কার, রাস্তা পরিষ্কার, কীভাবে মোহাম্মদপুরকে আরও সন্ত্রাসমুক্ত করা যায়, সে কাজই আমি এলাকাবাসীর সঙ্গে করছি। আমি মসজিদে গেলে কেউ যদি বলেন- ভাই, একটু কথা বলেন, তখন আমি বলি- চলুন সবাই একসঙ্গে মিলে এলাকাটাকে সন্ত্রাসমুক্ত করি। এ সময় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে থামিয়ে বলা হয়, একটু থামাই আপনাকে। এভাবে কথা বললে কিন্তু পরিবেশটা আমিৃ। এরপর ববি হাজ্জাজ বলেন, স্যরি, আমি ক্ষমা চাচ্ছি। আমি কোনও প্রচারণা করছি না। আমি শুধু প্রশ্নের উত্তর দিয়েছি। পরে রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনাদের এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। এখানে দয়া করে কেউ হাউস গরম করবেন না। ঠিক আছে? আপনাদের কারও যদি সুনির্দিষ্ট কিছু থাকে, সেটাই বলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button