জাতীয় সংবাদ

র‌্যাব কর্মকর্তা হত্যাকা-ে মামলা, ৩ জন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের সীতাকু-ের জঙ্গল সলিমপুর এলাকায় র‌্যাব কর্মকর্তা হত্যাকা-ের ঘটনায় স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একজন উপ-সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকু- থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। সীতাকু- থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি। গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‌্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় র‌্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবি’র নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। পুলিশ, র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র‌্যাবের সোর্স মনা র‌্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাবের পতেঙ্গা দপ্তর থেকে ৫০ জনের বেশি সদস্যের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। বেলা পৌনে চারটার দিকে অভিযান পরিচালনার সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে র‌্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে সীতাকু- থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি এবং প্লট বাণিজ্যকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসের জন্য আলোচিত। হাজার কোটি টাকার সরকারি খাস জমির নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও হত্যাকা-ের ঘটনা ঘটছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button