জাতীয় সংবাদ
৮ লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ পর্যায়ে আট লাখ ভোট কর্মকর্তার প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শেষ হবে। তিনি জানান, প্রতি কেন্দ্রে একজন প্রিজাইডিং কর্মকর্তা, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ভোটকক্ষ প্রতি দুজন পোলিং কর্মকর্তা থাকবে। সবমিলিয়ে আট লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ চলছে। এর আগে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী হাকিম, বিচারিক হাকিম, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারদের প্রশিক্ষণ দিয়েছে ইসি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।



