জাতীয় সংবাদ
পলিথিনে মিললো হাত-পা, আঙুলের ছাপে পরিচয় শনাক্ত

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীতে পলিথিনে মোড়ানো দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহীদনগর এলাকা থেকে কেটে নেওয়া এসব দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা হাতের আঙুলের ছাপ পরীক্ষা করে রাউজানের এক যুবককে শনাক্ত করা হয়। তার হাত দুটি বাহু পর্যন্ত কেটে নেওয়া হয়। পা দুটি হাঁটু থেকে কাটা হয়েছে। হাত-পা উদ্ধার হলেও শরীরের বাকি অংশ উদ্ধার করা যায়নি। বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহেদুল কবির বলেন, ওই যুবকের শরীরের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।



