ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং পুরোপুরি বন্ধ হবে না : ইসি সচিব

প্রবাহ রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে কেবল সীমিত রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ না করে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে। কাঠামোটা ঠিক করা হয়নি। তবে নীতিগতভাবে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনও একটা পার্টিকুলার সময়, ধরেন ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টার জন্য কোনও ট্রানজেকশনই হবে না— এরকম কোন রেগুলেটরি ইম্পোজিশন করা হবে না। হয়তো লিমিট করা হবে গ্যাপ করা হবে।” বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৮৩ জন বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে ৩৬ জন আসার বিষয়ে নিশ্চিত করেছেন এবং ৫ জন অপারগতা জানিয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৫৮ জনের মতো পর্যবেক্ষক বর্তমানে কাজ করছেন, যা নির্বাচনের সময় ৩০০ এর কাছাকাছি পৌঁছাতে পারে। সব মিলিয়ে প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, এবার ভোটাররা একই দিনে সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে অংশ নেবেন। দুটি ভিন্ন ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলে ভোটগণনার ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে ইসি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।



