জাতীয় সংবাদ

যে বছরে রমজান হবে ২ বার

প্রবাহ রিপোর্ট ঃ বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ২০৩০ সালে একই বছরে দুইবার রোজা পালন করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জ্যোতির্বিজ্ঞানী এবং ইসলামী স্কলারদের মতে, ইসলামিক লুনার ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে বিরল এই ঘটনা ঘটবে। ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল। লুনার ক্যালেন্ডারে এক বছরে ৩৫৪ দিন। আর গ্রেগরিয়ান (সৌর) ক্যালেন্ডার ৩৬৫ দিন। দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় ১১ দিনের ব্যবধান থাকার কারণে প্রতি ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে।
জানা গেছে, এই পরিবর্তনের ফলে ২০৩০ সালের ৫ জানুয়ারী রমজান শুরু হবে। একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় রমজান শুরু হবে। ইংরেজি এই বছরে সর্বমোট ৩৬ দিন রোজা রাখতে পারবেন। শেষবার এটি ঘটেছিল ১৯৯৭ সালে। ২০৩০ সালের পর এটি আবার ২০৬৩ সালে ঘটবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button