জাতীয় সংবাদ

বাগেরহাটে সন্তানকে ‘হত্যা’র পর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ‘আত্মহত্যা’

প্রবাহ রিপোর্ট : বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে এক নারী ও তার ৯ মাসের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে ওই মা। গত শুক্রবারদুপুরে ওই গ্রাম থেকে পানিতে ডুবানো শিশু ও গলায় রশি দেওয়া মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মায়ের নাম কানিজ সুর্বণা স্বর্ণালী। তিনি সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া সাদ্দাম বর্তমানে কারাগারে রয়েছেন। আর ৯ মাসের ওই শিশুর নাম নাজিম হোসেন। বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছিলেন। স্বামীকে কারাগার থেকে বের না করতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগতে থাকেন। হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশুকে বালতিতে থাকা পানিতে চুবিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। ওসি মো. আলাউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button