জাতীয় সংবাদ

একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

প্রবাহ রিপোর্ট : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ২৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা। রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৬টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৫টি।
সভায় অনুমোদিত ২৫টি প্রকল্প হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “রাঙামাটি (মানিকছড়ি)-মহালছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক (আর-১৬২) প্রশস্তকরণ ও যথাযথমানে উন্নীতকরণ প্রকল্প” (২) “মুন্সীগঞ্জ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক মহাসড়ক ও ১টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প”।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প- “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প”।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তিবৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্প” (২) “চট্টগ্রামস্থ পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) প্রকল্প”।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “স্যানিটেশনে নারী উদ্যোক্তা” প্রকল্প (২) কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি/তদন্ত কেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশ কেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য থানা/আউটপোস্ট নির্মাণ প্রকল্প (২) “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণ (১ম পর্যায়)” প্রকল্প।
বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প- “দোহাজারী হয়ে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প”।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প- “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প (১ম সংশোধিত)”।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প” (২) “সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প”।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প- “বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ” প্রকল্প।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “ঊংঃধনষরংযসবহঃ ড়ভ ধ ১,০০০-নবফ ইধহমষধফবংয-ঈযরহধ ঋৎরবহফংযরঢ় এবহবৎধষ ঐড়ংঢ়রঃধষ ঃড় ঢ়ৎড়ারফব ধফাধহপবফ সবফরপধষ ংবৎারপবং ঃড় ঃযব ঢ়বড়ঢ়ষব ড়ভ ঃযব হড়ৎঃযবৎহ ৎবমরড়হ ধহফ হবরমযনড়ৎরহম পড়ঁহঃৎরবং” প্রকল্প (২) “ঐবধষঃয ধহফ ঘঁঃৎরঃরড়হ ঝবৎারপবং ওসঢ়ৎড়াবসবহঃ ধহফ ঝুংঃবস ঝঃৎবহমঃযবহরহম চৎড়লবপঃ”।
কৃষি মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প- (১) “আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প” (২) “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি) (৩য় সংশোধিত)” প্রকল্প।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ০৬টি প্রকল্প- (১) “পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)” (২) “চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় মহানন্দা নদী ড্রেজিং ও রাবার ড্যাম” প্রকল্প (৩) “চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর উভয় তীর সংরক্ষণ (১ম অংশ)” প্রকল্প (৪) তেঁতুলিয়া নদীর ভাঙন হতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষাকরণ প্রকল্প (৫) “শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকা রক্ষা (১ম সংশোধিত)” প্রকল্প (৬) আড়িয়াল বিল এলাকার জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প- “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)”।
সভায় মাননীয় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো-
১. নির্বাচিত ০৯টি সরকারি কলেজের উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প
২. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর উন্নয়ন—১ম পর্যায় (২য় সংশোধিত)
৩. সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (২য় সংশোধিত) প্রকল্প
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে সমাপ্তকরণ প্রকল্প
৫. নভোথিয়েটার খুলনা স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে সমাপ্তকরণ প্রকল্প
৬. ঝঁঢ়ঢ়ড়ৎঃরহম চঊউচ৫ চৎবঢ়ধৎধঃরড়হ ধহফ ওসঢ়ষবসবহঃধঃরড়হ জবধফরহবংং ঃযৎড়ঁময খবধৎহরহম ঊহযধহপবসবহঃ ধহফ অপপবষবৎধঃরড়হ রহ চৎরসধৎু ঊফঁপধঃরড়হ (খঊঅচ ইধহমষধফবংয)
৭. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ (ফেজ-২) (১ম সংশোধিত) প্রকল্প
৮. র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)
৯. নড়াইল শহরাংশের জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন (১ম সংশোধিত)
১০. সৈয়দপুর ১৫০ মেঃ ওঃ +১০% সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত)
এছাড়া প্রকল্পের ০১টি নাম- “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা”-এর পরিবর্তে “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা” করা হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button