জাতীয় সংবাদ

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একইদিন অনুষ্ঠিত হবে গণভোটও। একইদিন অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই ভোট পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার ৯৫৪ জন দেশি-বিদেশি পর্যবেক্ষক। এর মধ্যে দেশি পর্যবেক্ষক ৫৫ হাজার ৪৫৪ জন এবং বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৫০০ জন। গতকাল সোমবার সকালে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হকের সই করা পর্যবেক্ষকদের তালিকা অনুযায়ী, দুই ভোট কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৭ হাজার ৯৯৭ জন পর্যবেক্ষক এবং স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৪৭ হাজার ৭৫৭ জন পর্যবেক্ষক। সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ জন। এছাড়া এর আগে গত রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বিদেশি পর্যবেক্ষক থাকবে ৫০০ জন। ইসির দেওয়া হিসাব অনুযায়ী, যেসব দেশি পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো- পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) ১০ হাজার ৫৫৯ জন, কমিউনিটি এসিস্ট্যান্স ফর রুরাল ডিভেলাপমেন্টের (কার্ড) ৩ হাজার ৮৬১ জন, বিয়ান মনি সোসাইটির ২ হাজার ৬৯৭ জন, সংগতি সমাজকল্যাণ সংস্থার ২ হাজার ৬০৪ জন, রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরএইচডিও) ১ হাজার ১৬৩ জন, গ্রামীণ ইকোনমিক অ্যান্ড স্যোশাল অ্যাডভান্সমেন্টের (জিসা) ১ হাজার ১৭৯ জন, হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির (এইচআরএসএস) ১ হাজার ১৮৫ জন, রিসডা-বাংলাদেশ ১ হাজার ৬৪৫ জন, একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ১ হাজার ৩৫ জন, অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট (এসিয়া) ১ হাজার ৩ জন, ব্রতী সমাজকল্যাণ সংস্থার ২৮৯ জন, সেবা ফাউন্ডেশনের ৬৬৪ জন, ডেমোক্রেসি ওয়াচের ৫৬৮ জন, লাইট হাউজের ৫৪৯, অধিকারের ১০০ জন, বাকেরগঞ্জ ফোরামের ১ হাজার ৫০ জন, আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশনের ৮৫৯ জন, বিবি আছিয়া ফাউন্ডেশনের ১ হাজার ৬৩৫ জন, গরীব উন্নয়ন সংস্থার (জিইউএস) ১ হাজার ৭৮ জন, চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) ১ হাজার ১৪৬ জন। গত ২২ জানুয়ারি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দুই ভোট পর্যবেক্ষণে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানানো হয়েছে। এ জন্য ৮৩টি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে; যার মধ্যে ৩৬টি সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে পাঁচটি সংস্থা। পাশাপাশি প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button