জাতীয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে প্রচারণার সিদ্ধান্ত

প্রবাহ রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দিবাগত রাত ১২টার পর এ তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট- এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে এ প্রচারাভিযান শুরু হবে। আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এ সভাগুলো করা হবে। সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশে নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে। ৫৪ বছর পর সুযোগ এসেছে- গণতান্ত্রিক, মানবিক ও ইনসাফের একটি সমাজ গড়ার। আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য। আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন খান, অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button