জাতীয় সংবাদ

নির্বাচনি আচরণবিধি ভঙ্গে ৯৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

প্রবাহ রিপোর্ট : সারা দেশের ৩০০টি আসনের মধ্যে ১২৮টি আসনে নির্বাচনি প্রচারণায় আচরণ বিধিমালা ভঙ্গ হয়েছে। এসব ঘটনায় ৯৪টি মামলা দায়ের এবং ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত ১২৮টি নির্বাচনি এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে। এরমধ্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে ১৪৪টায়। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন, তার পরিমাণ ৯ লাখ ৫৫০০ টাকা। জানুয়ারির ৮ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এ জরিমানা করা হয়। এই কমিশনার আরও বলেন, আপনারা জানেন, প্রত্যেকটা নমিনেশন পেপারের সঙ্গে দলীয় প্রধানের এবং প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদের একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে, তারা আচরণবিধি পরিপন্থি কাজ করবেন না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে, অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে… আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যক্রম হয়েছে। কিন্তু রাস্তা-ঘাটে মাঠে ময়দানে বাজারে গেলে বুঝতে পারেন যে, এত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কারণ কী? কারণ হচ্ছে, এই যে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী এবং দল অঙ্গীকার করেছে, সে অঙ্গীকারের বহিঃপ্রকাশ। পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনি কাজে রয়েছেন, তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। ফলশ্রুতিতে আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button