সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার নাহিদের

প্রবাহ রিপোর্ট : সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে ভোট প্রার্থনা করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার বিকালে তিনি রামপুরা বাজারে গণসংযোগ করেন। এসময় ১১ দলীয় জোটের অন্যতম জামায়াত ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বাজারের ব্যবসায়ীদেরকে শাপলা কলি মার্কা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, এই এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। কেউ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে হয়রানি হবেন না। ঢাকা- ১১ আসনের প্রতিটি এলাকার সমস্যা দেখে সেগুলোর সমাধান করা হবে। আমাদের স্বপ্ন ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে আপনারা শাপলা কলি মার্কায় ভোট দেবেন। বিএনপিকে উদ্দেশ্ করে এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা (বিএনপি) কী আওয়ামী লীগের পথে হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে হাঁটবেন। আওয়ামী লীগ অন্য দলকে রাস্তায় নামতে দিতোনা। তাদের পরিণতি ৫ আগস্ট কী ঘটেছে সবাই দেখেছে। এখন বিএনপি এ রকম করছে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতনই হবে। তিনি বলেন, আজ (গতকাল মঙ্গলবার) পাটোয়ারীর ওপর হামলা হয়েছে। গতকাল (গত সোমবার) উত্তরায় হামলা হয়েছে। ৬/৭ টি জেলায় জামায়াতের মহিলা কর্মীদের হেনস্তা করা হয়েছে। হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা কিন্তু আর বসে থাকবো না। নাহিদ বলেন, ৫ আগস্টের পর আমরা মনে করেছিলাম সব দলমত নিয়ে ঐক্য করে চলবো। কিন্তু ৫ আগস্টের পর তারা চাঁদাবাজি বাড়িয়েছে। আগে ২০০ টাকা দেওয়া লাগলে এখন ৬০০ টাকা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ দুর্নীতিমুক্ত দেশ গড়তে শাপলা কলি মার্কায় ভোট দেবেন। পাশাপাশি হ্যাঁ ভোট দেবেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে রামপুরা এলাকায় গণসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। এই এলাকায় রাত ৯টা পর্যন্ত তার গণসংযোগ করার কথা রয়েছে।
