জাতীয় সংবাদ

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় গ্রেপ্তার আরও ২

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের সীতাকু-ে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ তিন র‌্যাব সদস্য আহতের মামলায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার ও গত সোমবার নগরের খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-চাঁদপুর জেলার শাহরাস্তি নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মিজান (৫৩) ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মামুন (৩৮)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গত ১৯ জানুয়ারি বিকালে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০-৫০০ দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশের সহযোগিতায় আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর ৩ র‌্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকু- থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। অপর একটি অভিযানিক দল মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সীতাকু- থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button