কক্সবাজারের পাহাড় থেকে ছয় কৃষককে অপহরণ

প্রবাহ রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কৃষিকাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে গিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায়। অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি। টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। তাদের উদ্ধারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপহৃতদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



