সচিবালয়ে প্রবেশে অবৈধ পাস তৈরি, ৩ জনের জেল

প্রবাহ রিপোর্ট : সচিবালয়ে প্রবেশে অবৈধ পাস তৈরি ও বিতরণের ঘটনায় সচিবালয়ের এক কর্মচারীসহ তিনজনকে কারাদ- দিয়ে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলম, মো. আলিফ শরীফ ও মো. আশিক। এর মধ্যে দিদারুল ও আলিফকে এক মাস করে ও আশিককে সাতদিনের কারাদ- দেওয়া হয়েছে। বুধবার এসব তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে সরকার। প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে আলিফ ও আশিককে আটক করা হয়। আটককৃতরা মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাংলাদেশ সচিবালয়ে ঢুকেন, যা সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, আলিফ সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাসৃ তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগেও তিনি একাধিক ব্যক্তিকে এই ধরনের অবৈধ পাশ তৈরিতে সহায়তা করেছেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আলিফ এক মাসের এবং আশিককে সাত দিনের কারাদ- দেওয়া হয়। তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। তাকেও মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদ- দেওয়া হয়েছে।



