জাতীয় সংবাদ

নির্বাচনি পোস্টার না ছাপাতে প্রিন্টিং প্রেসকে ইসির নির্দেশ

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে সারা দেশের প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সিদ্ধান্ত বাস্তবায়নে সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। গত বুধবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৭(ক) অনুযায়ী, নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। চিঠিতে আরও বলা হয়, নির্বাচনি প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধিগুলো প্রতিপালন এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ না করতে প্রিন্টিং প্রেসকে নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button