জাতীয় সংবাদ

বিমানের করাচি ফ্লাইট উড়ল

প্রবাহ রিপোর্ট ঃ দীর্ঘ বিরতির পর ঢাকা থেকে চালু হল পাকিস্তানের করাচির সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিতা কেটে এই ফ্লাইটের উদ্বোধন করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও সাফিকুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন। বিমান বলছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে গিয়ে তাদের ফ্লাইট করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। আর ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিট। টিকেট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। সবশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করত। পরে তা বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দুই দেশের সম্পর্কে যে ‘নতুন হাওয়া’ লাগে, তাতে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টি গতি পায়। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় ২ হাজার ৩৭০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে এতদিন পাকিস্তানে যেতে হচ্ছিল যাত্রীদের। তাতে ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে আট থেকে ১২ ঘণ্টার মতো লাগে। কিছু এয়ারলাইনসে ১৮ থেকে ২২ ঘণ্টাও লেগে যায়। আর বিমানের সরাসরি ফ্লাইটে সময় লাগবে তিন ঘণ্টার মত। এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইনস বাংলাদেশ থেকে পাকিস্তানে ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে। তাতে ভাড়া পড়ে গড়ে লাখ টাকা। আর বিমানের সরাসরি ফ্লাইটে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ৫৬ হাজার টাকার মত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button