হাসিনা আমলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: নাহিদ

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা আমলের সেই পুরনো ধারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই এবং কোনো ঋণখেলাপি বা ভূমিদস্যুকে সংসদে দেখতে চাই না। গতকাল শুক্রবার সকালে ঢাকা-১১ নির্বাচনি এলাকার আফতাবনগরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনি প্রচারণায় নাহিদ ইসলাম বলেন, আমাদের আন্দোলনের মুখেই হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন সময় রাষ্ট্র ও সমাজ সংস্কারের। এই এলাকায় মাদক, চাঁদাবাজি, কিশোরগ্যাং ও ভূমিদস্যুতার মতো নানা সমস্যা রয়েছে। আমরা জয়ী হলে সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করব। সাধারণ মানুষের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে আপনাদের আর রাজনৈতিক নেতাদের কাছে জিম্মি থাকতে হবে না। কোনো সমস্যার জন্য কোনো দলের নেতার দরজায় ধরনা দিতে হবে না; আপনারা সরাসরি থানায় যাবেন এবং থানার ওসি আপনার সমস্যার সমাধান দেবেন। সাধারণ মানুষের জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে। গণসংযোগকালে নাহিদ ইসলাম আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট চান। একইসঙ্গে তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে ভোট দেওয়ার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানান। এদিন তিনি আফতাবনগর থেকে শুরু করে আনন্দনগর, মেরুল বাড্ডাসহ এলাকার বিভিন্ন সড়কে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।


