শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

প্রবাহ রিপোর্ট : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনি প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭টায় বরামহাওরে দিরাই ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুই জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শিশির মনিরের প্রচারের একটি গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রজেক্টর মাধ্যমে প্রদর্শনী করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালাচ্ছিল গাড়িটি। কিছুক্ষণ পর ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। এ সময় মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে এলে নানান স্লোগান দেয়। একপর্যায়ে এর সাউন্ড কমিয়ে দেওয়া হয়। কিন্তু মিছিলকারীরা ভয়ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। পরে প্রচার কাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে আসার পথে বরাম হাওরের কাদিরপুর সংলগ্ন এলাকায় এলে পেছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেলযোগে ১০/১২ জন লোক এসে এতে হামলা ও ভাঙচুর করা হয়। নির্বাচনি প্রচার গাড়িতে হামলার প্রতিবাদে দিরাই উপজেলা জামায়াতে ইসলামী ও শিশির মনিরের কর্মী সমর্থকরা গত বৃহস্পতিবার রাতেই বিক্ষোভ মিছিল করে ঘটনার দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। দিরাই পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট মোড়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ধীরাই উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিনসহ দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকরা। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা দিরাই থানা মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


