খেলাধুলা

ভারতকে থামানো কঠিন: সৌরভ

স্পোর্টস ডেস্ক : লিগ পর্বের নয় ম্যাচের সবগুলোতে জয়। অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠে ভারত। শেষ চারে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে তারা। একমাত্র দল হিসেবে চলতি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। আর একটি ম্যাচ, ১৯ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে তারা। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে থামানো কঠিন বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেছেন, ‘এই মুহূর্তে ভারতকে বিধ্বংসী দেখাচ্ছে। আহমেদাবাদের জন্য তাদের আমি শুভ কামনা জানাই। এবারের টুর্নামেন্ট ভারত দারুণ খেলেছে। শিরোপা জিততে মাত্র একটি ম্যাচ দূরে দাঁড়িয়ে তারা।’ তবে ভারতের জন্য এই ফাইনাল যে খুব সহজ হবে না সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ। কারণ বিশ্বকাপের সবচেয়ে সফল দল যে অস্ট্রেলিয়া। রেকর্ড পাঁচটি শিরোপা আছে তাদের দখলে। সৌরভ বলেন, ‘বিশ্বকাপ ট্রফি এবং ভারতের মাঝে কেবল অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত ভারত যেভাবে খেলেছে তারা যদি সেভাবে খেলতে থাকে তাহলে তাদের থামানো কঠিন। তবে এটা দারুণ একটি ম্যাচ হবে। কারণ অস্ট্রেলিয়াও খুব ভালো দল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button