খেলাধুলা

মাঠের বাইরে আলাবা, বিকল্পের খোঁজে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : একের পর এক চোটের ছোবলে বিপর্যস্ত রেয়াল মাদ্রিদ। ছিটকে পড়াদের তালিকায় সবশেষ যোগ হয়েছেন ডাভিড আলাবা। বাম হাঁটুতে চোট পেয়ে ‘দীর্ঘদিনের জন্য’ মাঠের বাইরে চলে গেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। লা লিগায় রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন আলাবা। ম্যাচে ৪-১ গোলে জয়ের পর এই অস্ট্রিয়ানের চোট নিয়ে দুর্ভাবনার কথা জানান রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। পরে ক্লাবের ওয়েবসাইটে রেয়াল এক বিবৃতিতে জানায়, বাম হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন আলাবা। আগামী কয়েকদিনের মধ্যে তার অস্ত্রোপচার করা হবে বলে। তবে কবে নাগাদ তিনি ফিরতে পারেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি। এর আগে চলতি মৌসুমেই এসিএল চোটের শিকার হয়ে ছিটকে গেছেন রেয়ালের গোলরক্ষকে থিবো কোর্তোয়া ও আরেক ডিফেন্ডার এদের মিলিতাও। এই দুজনের মৌসুমের শেষের অংশের আগে ফেরার সম্ভাবনা কম। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে হতাশ আনচেলত্তি। “আমি (আলাবার) সঙ্গে এখনও কথা বলিনি। অবশ্যই, বিষয়টা হতাশার। আরেক জন খেলোয়াড়কে হারানোয় আমরা হতাশ। আমি (এর আগে) চার মাসে তিনটি ক্রুসিয়েট লিগামেন্টের চোট দেখিনি। এটা অবিশ্বাস্য। কিন্তু আমাদের কিছুই করার নেই।” কোর্তোয়া ও মিলিতাওয়ের ঘাটতি সামলে নিলেও আলাবার চোটের পর স্কোয়াডের শক্তি বাড়ানোর দিকে চোখ আনচেলত্তির। “এখন পর্যন্ত সব চোট পরিস্থিতি সামলাতে আমরা যা করেছি, দলকে এখনও সেটাই করতে হবে, আর সেটা হলো লেগে থাকা। মানুষ যা ভেবেছিল, আমরা তার চেয়ে ভালো করেছি। এত সমস্যার ভিড়েও দলটি লড়াই করছে, অসাধারণ নিবেদন দেখাচ্ছে।” “আর এটাই একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা চোট পাওয়া গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ঘাটতি পূরণ করতে পারি। আগামী কয়েক দিনে দেখা যাক, (জানুয়ারি দলবদলে) আমরা কিছু করতে পারি কি-না।” ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পেশির অস্বস্তি অনুভব করায় বিরতির সময় লেফট-ব্যাক ফেরলঁদ মঁদিকেও তুলে নেন আনচেলত্তি। এ ছাড়া ভিন্ন ভিন্ন চোটে এই মুহূর্তে বাইরে আছেন দানি কারভাহাল, এদুয়ার্দো কামাভিঙ্গা, ভিনিসিউস জুনিয়র ও আর্দা গুলার। রেয়ালের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, আলাভেসের বিপক্ষে। এই ম্যাচে কারভাহালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আনচেলত্তি। “আমার মনে হয়, সে (কারভাহাল) মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করবে। (মঁদি) নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সে তার অ্যাবডাক্টরে সমস্যা অনুভব করছিল, তাই সেটা যাতে আরও খারাপ না হয়, সেজন্য আমি তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button