খেলাধুলা

মাউন্ট মঙ্গানুইয়ে আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ইতিহাস বদলেছে বাংলাদেশ। তিন দিনের ব্যবধানে দুই জয়। সেটিও ভিন্ন দুই সংস্করণে। এবং দুই ফরম্যাটের এই জয় নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথমবার। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গত বুধবার কিউইদের বিপক্ষে ৫ উইকেটে জিতে এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস এ নিয়ে বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন।’ তবে দলটা যে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের এই সফরের আগে রঙিন পোশাকে অজেয় ছিল তারা। তাইতো সাবধানী বার্তাও ঝরল পোথাসের কণ্ঠে, ‘ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল।’ নেপিয়ার এবার দু’হাত পূর্ণ করে দিল বাংলাদেশকে। এই শহর থেকে জোড়া জয় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে গেছে বাংলাদেশ। যেখানে সে দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়টি পেয়েছিলেন নাজমুল হোসেনরা। সেখানে আজ শুক্রবার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এই ম্যাচে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে চাওয়া বাংলাদেশ, এদিন ক্রিকেটারদের অনুশীলন সূচি রাখেনি। পোথাস বলেন, ‘আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সব সময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে―এমন নয়।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button