খেলাধুলা

ভারতকে টপকে এক নম্বরে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সিডনি টেস্টে জয়ের পথ তৈরি করে এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার অপেক্ষায় অস্ট্রেলিয়া। এর আগেই একটি সুখবর পেয়ে গেল প্যাট কামিন্সের দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলটি এখন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েরও শীর্ষ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্ট জিতলেও সিরিজ ড্র হওয়ায় শীর্ষস্থান হারিয়েছে ভারত। তাদেরকে পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। আগের হালনাগাদে দুই দলেরই রেটিং পয়েন্ট ছিল ১১৮। তবে পয়েন্টে এগিয়ে থাকায় ওপরে ছিল ভারত। শুক্রবারের হালনাগাদে ভারতের রেটিং পয়েন্ট কমে কমে হয়েছে ১১৭। অস্ট্রেলিয়া তাই উঠে গেছে শীর্ষে। পয়েন্ট এখনও অস্ট্রেলিয়ার (৩৫৫৪) চেয়ে ভারতেরই (৩৭৪৬)। তবে র‌্যাঙ্কিংয়ের বিচার করা হয় রেটিং পয়েন্ট দিয়ে। রেটিং পয়েন্ট সমান হলেই কেবল পয়েন্টকে বিবেচনায় নেওয়া হয় দুই দলকে আলাদা করতে। এবারের আগে সবশেষ গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের পর শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। তবে তখন তারা দ্রুতই আবার নেমে যায় দুইয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে প্রত্যাশিত জয় পাওয়ার পর রেটিং পয়েন্ট আরও বাড়ার কথা তাদের। সেক্ষেত্রে ভারতের সঙ্গে ব্যবধান বাড়িয়ে অবস্থানও সংহত করবে তারা। এই সিরিজের পর সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। অতি নাটকীয় কিছু না হলে দেশের মাঠে সেই সিরিজেও তাদেরই জেতার কথা। র‌্যাঙ্কিংয়ের আটে থাকা ক্যারিবিয়ানদের সঙ্গে জিতলেও অবশ্য রেটিং পয়েন্ট উল্লেখযোগ্য বাড়বে না কামিন্সদের। ভারতের সামনে সুযোগ থাকবে সামনেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে দারুণ কিছু করে শীর্ষে ফেরার। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনে ইংল্যান্ড, ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা। নিউ জিল্যান্ড পাঁচে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে, ৩ রেটিং পয়েন্ট কম নিয়ে ছয়ে পাকিস্তান। সাতে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৭৯, ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭ আর বাংলাদেশের ৫১। জিম্বাবুয়ে দশে ৩২ রেটিং পয়েন্ট নিয়ে, আফগানিস্তানের রেটিং পয়েন্ট ১০। আয়ারল্যান্ড এখনও কোনো রেটিং পয়েন্ট পায়নি। টেস্টের শীর্ষস্থান হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে এখনও ভারত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button