খেলাধুলা

আইসিসি অ্যাওয়ার্ডসে কে কোন পুরস্কার পেলেন?

স্পোর্টস ডেস্ক : চার দিন ধরে ঘোষণা করা হলো ২০২৩ সালের আইসিসি অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম। একাধিকবার বর্ষসেরা হয়ে কেউ গড়লেন রেকর্ড, আবার কেউবা প্রথমবার পেলেন এই স্বীকৃতি। গত সোমবার থেকে প্রথমে পুরুষ ও নারী ক্রিকেটে বর্ষসেরা দল ঘোষণা শুরু করে আইসিসি। পরে ঘোষণা করা হয় ব্যক্তিগত পুরস্কার জয়ীদের নাম।
আইসিসি অ্যাওয়ার্ডস ২০২৩:
ক্স বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
ক্স বর্ষসেরা নারী ক্রিকেটারের র‌্যাচেল ফ্লিন্ট ট্রফি- ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড)
ক্স বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার- উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া)
ক্স বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার- ভিরাট কোহলি (ভারত)
ক্স বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার- চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
ক্স বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার- সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত)
ক্স বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার- হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)
ক্স বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার- রাচিন রবীন্দ্র (নিউ জিল্যান্ড)
ক্স বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটার- ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
ক্স সহযোগী দেশগুলোর বর্ষসেরা পুরুষ ক্রিকেটার- বাস ডে লেডে (নেদারল্যান্ডস)
ক্স সহযোগী দেশগুলোর বর্ষসেরা নারী ক্রিকেটার- কুইন্টর অ্যাবেল (কেনিয়া)
ক্স বর্ষসেরা আম্পায়ার- রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ক্স স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- জিম্বাবুয়ে
ক্স বর্ষসেরা পুরুষ টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক, অস্ট্রেলিয়া), উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া), দিমুথ কারুনারাতেœ (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যালেক্স কেয়ারি (উইকেটররক্ষক, অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
ক্স বর্ষসেরা পুরুষ ওয়ানডে দল: রোহিত শার্মা (অধিনায়ক, ভারত), শুবমান গিল (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), ড্যারিল মিচেল (নিউ জিল্যান্ড), হাইনরিখ ক্লসেন (উইকেটকিপার, দক্ষিণ আফ্রিকা), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া), মোহাম্মদ সিরাজ (ভারত), কুলদিপ ইয়াদাভ (ভারত), মোহাম্মদ শামি (ভারত)
ক্স বর্ষসেরা নারী ওয়ানডে দল: ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) (অধিনায়ক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যামেলিয়া কার (নিউ জিল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), ন্যাডিন ডি ক্লার্ক (দক্ষিণ আফ্রিকা), লিয়া তাহুহু (নিউ জিল্যান্ড), নাহিদা আক্তার (বাংলাদেশ)
ক্স বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি দল: ইয়াশাসবি জয়াসওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) (উইকেটকিপার), সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত) (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান (নিউ জিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আলপেশ রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড), রাভি বিষ্ণই (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে), আর্শদিপ সিং (ভারত)
ক্স বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) (অধিনায়ক), বেথ মুনি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউ জিল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শার্মা (ভারত), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), মেগান শুট (অস্ট্রেলিয়া)।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button