খেলাধুলা

চট্টগ্রাম ও মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ

এফএনএস স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের শেষ সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে। পাঁচ ম্যাচের ওই সিরিজ চট্টগ্রামে শুরু করবে বাংলাদেশ। পরে ঢাকায় খেলবে শেষ দুটি ম্যাচ। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এই দুই দলের প্রথম পাঁচ ম্যাচের সিরিজ হতে হবে এটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৫ ও ৭ তারিখ। প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা। তৃতীয় মাঠে গড়াবে দুপুর ৩টায়। শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দুই দল। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে ম্যাচ দুটি। সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষটি সকাল ১০টায়। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী জিম্বাবুয়ের এবারের বাংলাদেশ সফরে দুটি টেস্ট ম্যাচ ছিল। গত বিসিবি থেকে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, লাল বলের সিরিজটি পিছিয়ে দেওয়া হতে পারে। সেটিও নিশ্চিত হয়ে গেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানালেন, বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে মূলত পেছানো হয়েছে টেস্ট সিরিজটি। “দুই দলের সম্মতিতে এটা আগেই ঠিক করা হয়েছিল। এ বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমাদের সূচি অনেক আঁটসাঁট হয়ে যাচ্ছিল। আগামী বছর একটু খেলা কম। তাই তখন উপযুক্ত সময়ে সিরিজটি হবে।” এক সময় নিয়মিত বাংলাদেশ সফর করা জিম্বাবুয়ে এবার আসছে প্রায় চার বছর পর। সবশেষ ২০২০ সালের মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে তারা। এবারের টি-টোয়েন্টি সিরিজের পর ২০২৫ সালেও আছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে তারা। তখন পিছিয়ে দেওয়া টেস্ট দুটিও জুড়ে দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে জালাল ইউনুস জানান, সেটি আলোচনা করে পরে ঠিক করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্র চলে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসরা। আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button