খেলাধুলা

পাকিস্তানের নেতৃত্বে ফের বাবর

স্পোর্টস ডেস্ক : ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। যদিও পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি ছিল, বাবরকে তখন নেতৃত্ব ছাড়তে বাধ্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর সরে দাঁড়ানোর পর থেকেই খালি পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের চেয়ার। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদির হাতে দেওয়া হয় দায়িত্ব। দুজনই মাত্র একটি করে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাদা বলের নেতৃত্বে ফিরতে যাচ্ছেন বাবর। পিসিবি সভাপতি মহসিন নাকভিই বাবরকে এই প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দিতে এই সপ্তাহের শুরুর দিকে তাঁর সঙ্গে দেখা করেন মহসিন। তবে বাবর তিন ফরম্যাটের অধিনায়কত্বই চান বলে জানিয়েছে ক্রিকইনফো। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের নেতৃত্বে ফেরার প্রস্তাবে এখনো সম্মতি দেননি বাবর। তবে যদি পিসিবির প্রস্তাবে রাজি হয়ে বাবর ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব নেন, সেক্ষেত্রে নেতৃত্ব হারাবেন শাহীন শাহ আফ্রিদি। অধিনায়ক হিসেবে এই মেয়াদে শাহিন যে খুব বেশি পথ হাঁটতে পারছেন না সেটা বোঝা গিয়েছিল কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি মহসিন নাকভির কথায়। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং পিএসএলে লাহোর কালান্দার্সের ভরাডুবির পর শাহীনের ওপর থেকে আস্থা হারিয়েছে পিসিবি। পিএসএলের সর্বশেষ আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচে জিতেছে লাহোর। এই দলের অধিনায়ক ছিলেন শাহিন। যে সিদ্ধান্তই আসুক, সেটা দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আগামী এপ্রিলে ঘরের মাঠের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button