খেলাধুলা

শিরোপা নির্ধারণী ম্যাচ পরে খেলতে চায় দুই ক্লাব

স্পোর্টস ডেস্ক : মোহামেডান-আবাহনীর হকির লিগ শিরোপা নির্ধারণী ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আবাহনীর পুস্কার খিসা মিমো মারামারিতে জড়িয়েছেন। তিনি এগিয়ে গিয়ে মারামারিতে সম্পৃক্ত হয়েছেন। অথচ আম্পায়ার তাকে কোনো কার্ড দেননি। এ নিয়ে কামাল কথা বলেছেন। কিন্তু হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ বলছেন, মারামারি যিনিই শুরু করুন, এরপর কী হয়েছে সেটা দেখতে হবে।’ শুক্রবার রাতে মোহামেডান-আবাহনী হকি ম্যাচ প- হয়েছে। ওমানের আম্পায়ার মোহামেডানকে রিফিউজ টু প্লে দেখিয়ে ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছেন। আর মোহামেডান বলছে, যে অপরাধে আমাদের দুই খেলোয়াড়কে লাল কার্ড দিয়েছে আম্পায়ার, সেটি ভিডিও রেফারেল দেখতে বলেছি। দোষ হলে আমরা মেনে নেব। কিন্তু আম্পায়ার রহস্যজনকভাবে ভিডিও রেফারেল নিলেন না।’ হকি ফেডারেশন এসব কথা ভুলে এখন লিগ শিরোপা নির্ধারণে নতুন ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে। শিরোপার জন্য আবাহনী ও মেরিনার খেলবে। রোববার বিকালে ম্যাচের কথা বলা হলেও দুই ক্লাবই রোববার খেলতে রাজি নয়। তাদের কিছু খেলোয়াড় বিমান বাহিনীর হয়ে ভারতে টুর্নামেন্ট খেলতে যাবেন। ফেরার পর প্লে অফ ম্যাচ খেলতে চায়। মোমিনুল হক সাঈদ জানিয়েছেন, দুই ক্লাব অস্বীকৃতি জানানোয় আমরা বাইলজ অনুযায়ী ব্যবস্থা নিতে পারছি না। আমরা লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেব। প্রয়োজনে সেটি নির্বাহী কমিটির কাছে পাঠাব। আপাতত রিপ্লে ম্যাচ হচ্ছে না। প্রশ্ন উঠছে, দুই ক্লাবের কয়েক জন খেলোয়াড় বিমান বাহিনীর সঙ্গে খেলতে যাবেন, সবাই তো যাবেন না। দলের ভেতরে আরও খেলোয়াড় রয়েছেন। তাহলে কেন খেলতে পারবেন না? দুই ক্লাবের আবদার মানতেই হকি ফেডারেশন সহযোগিতা করতে বাধ্য হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button