খেলাধুলা

সুপার এইটে থাকা দলগুলোর জন্য আইসিসির সুখবর

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে। এখন পর্যন্ত ছয়টি দল সুপার এইট নিশ্চিত করেছে, আর বাকি দুটি দল। বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড শেষ আটের দৌড়ের লড়াইয়ে ঠিকে আছে। সব মিলিয়ে এবার সুপার এইট নিশ্চিত করা আটটি দলের জন্য সুখবর দিয়েছে আইসিসি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। চলতি টুর্নামেন্টে সেরা আটে থাকা দলগুলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। দুই আয়োজক দেশসহ (ভারতের সুপার এইট ইতোমধ্যে নিশ্চিত ), টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ তিনে (আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ তিনে থাকে) থাকা দলও সেখানে সরাসরি খেলবে। এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তেমন কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না লঙ্কানদের। সব মিলিয়ে এবারের মতোই সেখানেও প্রতিযোগী দল থাকবে ২০টি। এ ছাড়া ইউরোপ থেকে ২টি, পূর্ব এশিয়া ও আমেরিকা থেকে একটি করে, এশিয়া বাছাই পর্ব ও আফ্রিকা বাছাই পর্ব থেকে দুইটি করে মোট ২০টি দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে। একইভাবে এবারের আসর থেকে বাদ পড়া পাকিস্তান, নিউজিল্যান্ডকেও (আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ তিনে থাকে) বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button