খেলাধুলা

পাকিস্তানে খেলতে আবারও ভারতের আপত্তি

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় ৭ বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্যি হতে যাচ্ছে। সর্বশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। তবে সেখানে খেলতে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ খেলেছিল ভারত। এবারও পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকছে দেশটি! ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে দল পাঠাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাই অথবা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় তারা। আইসিসিকে বিষয়টি জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে, যেনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয়।’ এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান যাওয়া সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজিব শুক্লা। দেশটির সংবাদসংস্থা এএনআইকে তিনি বলছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির ওপরই।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button