খেলাধুলা

বাংলাদেশ সিরিজের আগে পিসিবি’র নির্বাচক কমিটির পুনর্গঠন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে নির্বাচক কমিটি পুনর্গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে ছাঁটাই করা হলেও সেই প্যানেল থেকে মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে তারা রেখে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরই মূলত চাকরি গেছে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাকের। সেই দলটির নির্বাচনে ভূমিকা ছিল সাবেক পাক ক্রিকেটার ইউসুফ ও আসাদ শফিকেরও। কিন্তু তার পরেও এই দুজনকে কমিটিতে রেখা দেওয়ায় সেটা আলোচনার জন্ম দিয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং বিশ্বকাপে ইউসুফ ব্যাটিং কোচের ভূমিকাতেও ছিলেন। ওয়াহাব ছিলেন সিনিয়র টিম ম্যানেজার। পুনর্গঠিত কমিটিতে বাকিরা হলেন তিন ফরম্যাটে থাকা অধিনায়ক ও কোচরা। কমিটির সবারই ভোটের অধিকার কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। তাছাড়াও নতুন সিদ্ধান্ত হিসেবে সহকারী কোচ আজহার মাহমুদ ও বোর্ডের চার সদস্য এই প্যানেলে নন ভোটিং মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। তারা হলেন পিসিবি চেয়ারম্যান বিলাল আফজাল, অ্যানালাইটিকস ও স্ট্রেটেজি ম্যানেজার হাসান চিমা, হাই পারফরম্যান্স পরিচালক নাদিম খান এবং আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক উসমান ওয়াহলা। পুনর্গঠিত এই কমিটি এখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠনে ভূমিকা পালন করবে। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button