টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে বুমরাহ, উন্নতি হলো সাকিব-মিরাজের
স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের বিপক্ষে সিরিজ হসেস করে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন জাসপ্রিত বুমরাহ। সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে দ্বিতীয় স্থানে হটিয়ে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। এই তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের। কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ৬ উইকেট শিকার করেন বুমরাহ, বড় অবদান রাখেন বৃষ্টিবিঘিœত ম্যাচে দলের ৭ উইকেটের জয়ে। অশ্বিনও অবশ্য দারুণ ফর্মে ছিলেন। তবে এক পয়েন্ট পিছিয়ে বুমরাহর চেয়ে। মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ এগিয়ে ১৮তম এবং সাকিব ৫ ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন। এদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে অতিমানবীয় পারফরম্যান্স দেখিয়ে লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। বোলারদের র্যাংকিংয়ে তার অবস্থান সপ্তম। ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ব্যাটার যশস্বী জাইসওয়াল ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং নিয়ে ২ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠে এসেছেন ব্যাটারদের র্যাংকিংয়ে। তার সামনে আছেন শুধু ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দীর্ঘদিন পর শীর্ষ দশে প্রবেশ করেছেন বিরাট কোহলি। ১২ থেকে এক লাফে উঠে এসেছেন ৬ নম্বরে। লঙ্কান তারকা কামিন্দু মেন্ডিস ব্যাট হাতে ছন্দে থাকার সুখবর পেলেন। ৫ ধাপ এগিয়ে তার অবস্থান ১১তম। তিনিও ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন। এছাড়া দীনেশ চান্দিমাল ৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৪ ধাপ এগিয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ২ ধাপ এগিয়ে মিরাজ উঠে এসেছেন ৫ নম্বরে। শীর্ষ পাঁচে আছেন সাকিবও, বিদায়ী অলরাউন্ডারের অবস্থান তৃতীয়।