ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন থিসারা পেরেরা

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত পেরেরা আগেও খেলেছে বিপিএলে। এবার তাকে দেখা যাবে ঢাকার ডেরায়। নিজেদের ফেসবুক পেইজ থেকে পোস্ট করে পেরেরাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে একটি গ্রাফিক্সে পেরেরার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল। মারকুটে এই ব্যাটার ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ঢাকার মাটিতেই সেবার বিশ্বকাপের শিরোপা জিতেছিল পেরেরার শ্রীলঙ্কা। এবার ঢাকার ক্রিকেটার হিসেবে বিপিএলে খেলতে আসছেন পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশিংয়ে নেমে মারমুখি ব্যাটিং করার ব্যাপারে সুনাম আছে তার। এছাড়া কার্যকরী মিডিয়াম পেসেও দারুণ পটু তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বেশ দক্ষ একজন অলরাউন্ডার থিসারা পেরেরা। বিপিএলের আগের অনেক আসরেও খেলেছেন তিনি। আসন্ন মৌসুমে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসে। পেরেরা বাদেও বেশ কিছু তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। দেশি মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিমদের সাথে বিদেশি জনসন চার্লস, অ্যালেক্স হেলসরা রয়েছেন ঢাকার ডেরায়। এছাড়া অজি ওপেনার ট্রাভিস হেডের সাথে কথা চলছে বলেও জানিয়েছিল ঢাকার মালিকপক্ষ। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।