বরিশাল ছেড়ে খুলনায় খেলবেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) নতুন মৌসুম শুরু হতে এখনো দেরী থাকলেও দলে গোছানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে দলগুলো। এবার সরাসরি চুক্তিতে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলো নিয়েছে খুলনা টাইগার্স। মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে মিরাজকে গেম-চেঞ্জার আখ্যা দিয়ে তারা জানিয়েছে, ‘‘সরাসরি চুক্তিতে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে। খুলনা টাইগার্স গর্বের সাথে বৈচিত্র্যময় মিরাজকে স্বাগত জানাচ্ছে। বিপিএলের নতুন মৌসুমে গেম-চেঞ্জার দলে যোগ দিচ্ছে। ডেরায় স্বাগত, মেহেদী!’’ বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ছিলেন সহ-অধিনায়ক, জিতেছেন শিরোপাও। এবার খুলনার হয়ে খেলবেন তিনি। এর আগে ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতিয়েছেন মিরাজ। সেবার ফাইনালে খেলেছিল বিপিএলে এখনো শিরোপার দেখা না পাওয়া দলটি। ওয়ানডে ও টেস্টে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টি তেমন উজ্জ্বল নন মিরাজ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, তাতে ব্যাট হাতে ১৬.৬১ গড়ে ২৯৯ রান এবং বল হাতে ৩৭.৯২ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। অন্যান্যবারের মতো এবারও অংশ নেবে ৭ দল। থাকছে না অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে নতুন দল হিসেবে আসছে দুর্বার রাজশাহী। মালিকানা বদলেছে ঢাকা ও চট্টগ্রামের।