খেলাধুলা

৫২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক :বছরের পর বছর অবনতি হচ্ছিলো পাকিস্তান ক্রিকেটের। বিদেশের মাটিতে তো ভালো করতে পারছিলোই না, এমনকি ঘরের মাঠেও যেন অচেনা হয়ে গিয়েছিল পাকিস্তান। প্রায় সাড়ে তিন বছর ধরে (সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে) তারা ঘরের মাঠে জিততে পারেনি একটি টেস্টও। অবশেষে ‘কুফা’ কাটলো ইংল্যান্ডকে হারিয়ে। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলি রীতিমত কাঁদিয়ে ছেড়েছেন ইংলিশদের। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে শান মাসুদের দল। দুর্দান্ত জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে পাকিস্তানের। এক ধাপ ওপরে উঠে এখন বাংলাদেশের পাশে নাম লিখিয়েছে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের পয়েন্ট টেবিলে বর্তমানে অষ্টম স্থানে আছে পাকিস্তান। এর আগে ইংলিশদের ব্পিক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে টেবিলের তলানিতে (৯ নম্বরে) চলে গিয়েছিল শান মাসুদরা। সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে ম্যাচের তৃতীয় দিন ২৯৭ রানের টার্গেট পেয়েছিলো ইংল্যান্ড। দিন শেষে ১১ ওভারে ২ উইকেটে ৩৬ রান তুলে ইংলিশরা। ফলে টেস্টের বাকী দু’দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিলো ২৬১ রান এবং পাকিস্তানের দরকার ৮ উইকেট। এমন সমীকরণ নিয়ে গতকাল চতুর্থ দিন খেলতে নেমে নোমানের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পন করে ইংল্যান্ড। ৩৩.৩ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় ইংলিশরা। দলের পক্ষে অধিনায়ক বেন স্টোকস ৩৭, ব্রাইডন কার্স ২৭ ও ওলি পোপ ২২ রান করেন। চতুর্থ দিন পতন হওয়া ইংল্যান্ডের ৮ উইকেটের সাতটিই নেন নোমান। আগের দিন ১ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে ৪৬ রানে ৮ উইকেট নিয়ে ১৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিংয়ের নজির গড়ে নোমান। প্রথম ইনিংসে ১০১ রানে ৩ উইকেট ঝুলিতে ছিলো নোমানের। ঐ ইনিংসে ১১১ রানে ৭ উইকেট শিকার করেছিলেন সাজিদ। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ২ উইকেট নেন তিনি। ফলে পুরো ম্যাচে নোমান-সাজিদ মিলে শিকার করেছেন ২০ উইকেট। ১৯৭২ সালের পর এবার প্রথম টেস্ট ম্যাচে কোনো দলের দুজন বোলার মিলে ২০ উইকেট নিলেন। অর্থাৎ ৫২ বছর পর টেস্ট ক্রিকেটে ঘটলো এমন ঘটনা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরালো পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিলো ইংল্যান্ড। আগামী ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button