খেলাধুলা

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়ায় হতাশ মিরাজ

স্পোর্টস ডেস্ক : মাত্র ৩ রান। প্রচ- চাপের মুখে লড়াকু ইনিংসটায় আর ৩ রানের দেখা পেলেই মেহেদী হাসান মিরাজ পৌঁছে যেতেন সেঞ্চুরির ম্যাজিক্যাল ফিগারে। অল্পের জন্য সেই মাইলফলক হাতছাড়া হওয়ায় হতাশ এই অলরাউন্ডার। তবে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হওয়ার চেয়েও মিরাজ বেশি হতাশ দলের পরাজয়ে। ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। প্রথম ইনিংসেই প্রোটিয়ারা পায় ২০২ রানের লিড। জবাবে ১০৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা, যার মূল ভূমিকা মিরাজের ৯৭ রানের ইনিংসের। তবে শেষপর্যন্ত জয় ধরা না দেওয়ার আক্ষেপ ছাপিয়ে গেছে সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপকেও। মিরাজ বলেন, ‘একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগবে। অবশ্যই খারাপ লাগছে। সেঞ্চুরির চেয়ে পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও ভালো লাগত। সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছিলাম দলকে কোথায় নিয়ে যেতে পারি।’ সাত নম্বরে নেমে মিরাজের কাজটা থাকে কঠিন। বেশিরভাগ সময়ই চাপ মাথায় নিয়ে দলীয় পুঁজি বড় করার দায়িত্ব পান। তবে এই চাপই যেন মিরাজকে সেরাটা দিতে সহায়তা করে। তিনি বলেন, ‘আমি সবসময় কঠিন পরিস্থিতি উপভোগের চেষ্টা করি। বেশি চিন্তা চিন্তা করি না। ভাবি এটা আমার জন্য সুযোগ, ভালো খেললে হিরো হওয়ার সুযোগ থাকবে। হারলে খারাপ লাগে। ভেঙে পড়লে চলবে না। সামনে আরেক টেস্ট আছে, এটা নিয়ে পরিকল্পনা করব। যে ঘাটতি ছিল চেষ্টা করব যত দ্রুত কাটিয়ে ওঠা যায়।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button