খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন ম্যাথিউ ওয়েড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ওয়েড। ১৩ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারি কোচও হয়ে গেছেন তিনি। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অজিদের কোচিং করাবেন ওয়েড। ওয়েড সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল জুনে, যুক্তরাষ্ট ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর গেল সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরে তাকে দলের সঙ্গে নেয়নি অস্ট্রেলিয়া। তখনই ইঙ্গিত পাওয়া গেছে, শ্রীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলতে চলেছেন ওয়েড। অবসরের বিষয়ে ওয়েড বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমার মনে হয়েছে, সম্ভবত আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। গত ছয় মাসে জর্জ বেইলি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে সব অস্ট্রেলিয়ান সতীর্থ, স্টাফ এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জিং যাত্রা আমি ভালোভাবেই উপভোগ করেছি। চারপাশে ভালো মানুষ না থাকলে আমি কখনোই নিজের থেকে এতটা (দক্ষতা) বের করতে পারতাম না যতটা আমি পেয়েছি।’ আগে থেকেই ওয়েডের পরিকল্পনা ও চিন্তা ছিল অস্ট্রেলিয়ারে কোচ হওয়ার। সেই চিন্তা নিয়েই এগোচ্ছিলেন তিনি। এ বিষয়ে ওয়েড বলেন, ‘কয়েক বছর ধরেই কোচিংয়ের কথাটা মাথায় ছিল। ভাগ্যক্রমে ভালো সুযোগই পেয়ে গেলাম। আমি খুব রোমাঞ্চিত এ নিয়ে।’ ওয়েডের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছে সেই ২০২১ সালে। একই সালে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডেও খেলে ফেলেন তিনি। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেন ওয়েড। ২০২১ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতান এই অস্ট্রেলিয়ান। ওয়েডের সেই ইনিংস আজও চোখে লেগে আছে ক্রিকেটভক্তদের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button