প্রকাশ পেল বিপিএলের ফিক্সার
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি বছর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত মঙ্গলবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ ডিসেম্বর শুরু হয়ে বিপিএল চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আসন্ন বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। এবারের আসরে অংশ নিচ্ছে ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটাল, খুলনা টাইগার্স, চিটাগং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। সাত দলের টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দল দুর্বার রাজশাহী। দিনের পরের ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার থেকে বৃহস্পতিবারের ম্যাচগুলো দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়। গ্রুপ পর্বের সেরা চার দল খেলবে প্লে-অফ। আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ এবং সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফাইয়ার ও দ্বিতীয় কোয়ালিফাইয়ারের জয়ী দল শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে ৭ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে কোনো ম্যাচের রিজার্ভ ডে নেই। তবে, ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বিপিএলের শুরু ও শেষটা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের বাকি দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।