বাংলাদেশ সফরে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে গত শুক্রবার থেকে ট্যুর শুরু করেছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর তিন দিন আফগানিস্তানে থেকে বাংলাদেশে আসবে। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর; এই চারদিন বাংলাদেশের দর্শকেরা চ্যাম্পিয়ন্স ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবে। চ্যাম্পিয়নস ট্রফি আগামী বছর ফেব্রুয়ারি–মার্চে হওয়ার কথা পাকিস্তানে। তবে ভারত পাকিস্তান দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়। এ কারণে এখন অবদি প্রকাশিত হয়নি টুর্নামেন্টের সূচি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এরমাঝেই শুরু হয়ে গেছে ট্রফি ট্যুর। গত শুক্রবার থেকে ইসলামাবাদ দিয়ে শুরু টুর্নামেন্টের ট্রফি ট্যুর। মর্যাদাপূর্ণ সিলভারওয়্যারটি ৭০ দিনের বৈশ্বিক সফরে অংশগ্রহণকারী আটটি দেশ জুড়ে ভ্রমণ করবে, যা ভক্তদের দারুণ অভিজ্ঞতা দিয়ে যাবে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কোন দেশে কতদিন থাকবে ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ সফরে আসবে আগামী ১০ ডিসেম্বর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ট্রফি বাংলাদেশ থেকে বিদায় নেবে ১৩ ডিসেম্বর। আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে সাম্প্রতিক বেশ কিছু রিপোর্ট দাবি করা হচ্ছে, হাইব্রিড মডেলে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাতে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব-আমিরাতের মাঠে। এরই সঙ্গে সেমিফাইনাল এবং ফাইনালও হবে না পাকিস্তানে। গত বছর ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ ৮ দল চ্যাম্পিয়নস ট্রফির টিকিট পেয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। ‘বি’ গ্রুপের চারটি দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।