বিগ ব্যাশে খেলা নিয়ে নিশ্চিত নয় রিশাদ
স্পোর্টস ডেস্ক :বিশ্বজুড়ে এখন টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি। তবে যে লিগগুলোকে মানের দিক থেকে শীর্ষে রাখা হয়, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ তারই একটি। সেই বিগ ব্যাশে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে দল পান রিশাদ হোসেন। এর আগে সাকিব আল হাসানের খেলা হলেও তিনি ছিলেন সরাসরি চুক্তিতে যোগ দেওয়া ক্রিকেটার। তবে রিশাদ দল পেলেও তার বিগ ব্যাশে খেলা হবে কি না তা নিয়ে আছে ধোঁয়াশা। হোবার্ট হারিকেন্সকেও থাকতে হচ্ছে অপেক্ষায়। কারণ সে সময় আছে বিপিএল। আবার বিপিএলে রিশাদ সব ম্যাচ খেলার সুযোগ পাবেন কি না তা নিয়েও আছে প্রশ্ন। বিপিএলের ড্রাফটে তাকে নিয়ে তেমন আগ্রহ দেখা যায়নি। শেষমেশ ফরচুন বরিশাল দলভুক্ত করলেও তারকায় ঠাসা দলে নিয়মিত একাদশে থাকা নিয়ে আছে সংশয়। এ পরিস্থিতিতে অনেকেই রিশাদকে বিগ ব্যাশের এনওসি দেওয়ার পক্ষে সুর তুলছেন। তবে রিশাদের কণ্ঠেই স্পষ্ট, বিগ ব্যাশে অংশগ্রহণ নিয়ে ঘোর অনিশ্চয়তা আছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত জানি না। আল্লাহ ভরসা। সুযোগ কাজে লাগাতে পারলে এটাই বড় বিষয়। খেলতে পারলাম কি না এটা ভাবি না।’ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম স্কিলফুল লেগ স্পিনার হওয়া সত্ত্বেও বিপিএলে সব ম্যাচ খেলার নিশ্চয়তা নেই রিশাদের। কিছুটা আক্ষেপ রেখেই বললেন, ‘আশা তো সব ম্যাচ খেলারই থাকে। এখন পর্যন্ত জানি না কী হবে। টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে।’